মা হারালেন শাশ্বত চট্টোপাধ্যায়

শাশ্বত চট্টোপাধ্যায়

কলকাতার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মা অঞ্জলি চট্টোপাধ্যায় মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শোনা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত শনিবার (৯ মার্চ) কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে।

টানা একমাস ধরে শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী অঞ্জলিদেবী।

জানা গেছে, চট্টোপাধ্যায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অঞ্জলিদেবী রেখে গেলেন দুই ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়, শুভদীপ চট্টোপাধ্যায়, পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় এবং নাতি-নাতনিদের। 

শাশ্বতের স্ত্রী মহুয়া জানিয়েছেন, অভিনেতা ঠিক আছেন।

সামলে নিয়েছেন নিজেকে। মুম্বাইয়ে অভিনেতার শ্যুটিং ছিল কিন্তু মায়ের অসুস্থতার জন্য সে সমস্ত বাতিল করে দিয়েছিলেন।

অঞ্জলীদেবী ছোট ছেলে শুভদীপের সঙ্গে থাকতেন। দীর্ঘ একমাস ধরে অসুস্থ থাকার পর গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন অঞ্জলীদেবী। টুকটাক বার্ধক্যজনিত সমস্যা ছিলই। চিকিৎসকেরা জানান এই চোট থেকেই তাঁর শরীরে সংক্রমণ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করেছিল। এরপরই না ফেরার দেশে পাড়ি জমান।

জনপ্রিয় অভিনেতা-বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়কে ২০০৭ সালের ৫ জুলাই হারান শাশ্বত। এবার হারালেন মাকে। বৃহস্পতিবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে অঞ্জলিদেবীর।

LEAVE A REPLY