মসজিদ থেকে বাড়ি ফেরার পথে স্কটল্যান্ডে এক কিশোরকে ছুরিকাঘাত

নামাজ শেষে বাড়ি ফেরার পথে যুক্তরাজ্যে এক মুসলিম কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর ওপর হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। ১৩ বছর বয়সী ওই পাকিস্তানি কিশোর গ্লাসগোর কুইন্স পার্কের একটি মসজিদ থেকে সন্ধ্যার নামাজ শেষে বাড়ি ফিরছিল, তখন তার ওপর হামলা চালানো হয়। গ্লাসগো স্কটল্যান্ডের বৃহত্তম এবং যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর।

গত শুক্রবার (৮ মার্চ ) এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনার পর ১৩ বছর বয়সী ওই কিশোরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। পুলিশ পার্কের আশপাশে অবস্থিত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে হামলার তদন্ত শুরু করে বলে ভুক্তভোগী পরিবারের এক বন্ধু আলেশা এনতায়োম্বা জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, পরিবারটি চাচ্ছে ন্যায়বিচারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে। কারণ যে কেউ এই পরিস্থিতিতে পড়তে পারে। 

আলেশা আরো বলেছেন, ছেলেটি মারাত্মকভাবে আহত হয়েছে। তার পিঠে এবং সারা শরীর ছুরির আঘাতে কেটে গেছে।

সে তার জীবন বাঁচাতে দৌড় দিয়েছিল ঘটনার সময়। ছুরির একটি আঘাতে তার ফুসফুস পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পরিবার প্রথমে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ ও অ্যাম্বুল্যান্সে ফোন দেয়। বর্তমানে সে হাসপাতালে রয়েছে এবং তার একাধিক অস্ত্রোপচার করা হবে। ছেলেটি প্রচণ্ড যন্ত্রণা ও মানসিক চাপে রয়েছে।

ঘটনার পর পুলিশ সার্জেন্ট স্টিফেন পালমার বলেছিলেন, ‘হামলার কারণ উদঘাটনের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘কর্মকর্তারা আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং এলাকাটির ঘরে ঘরে অনুসন্ধান চালানো হচ্ছে।’

সূত্র : আরব নিউজ, বিবিসি

LEAVE A REPLY