ভারতে ‘ভয়ংকর’ ২৩ প্রজাতির কুকুরের প্রজনন ও বিক্রি নিষিদ্ধ

প্রতীকী ছবি

২৩টি ‘ভয়ংকর’ প্রজাতির কুকুরের প্রজনন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই মর্মে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশও পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, প্রজনন রুখতে ওই প্রজাতির কুকুরগুলোর নির্বীজকরণও করাতে হবে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন নাগরিক মঞ্চ, নাগরিকগণ এবং পশুকল্যাণ সংস্থাগুলো থেকে তাদের কাছে আবেদন জানানো হয়েছে, বেশ কিছু প্রজাতির পোষ্য কুকুরের প্রজনন ও বিক্রি বন্ধ করা প্রয়োজন। দিল্লি হাইকোর্টে এ বিষয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে নিষেধাজ্ঞার বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছিল আদালত। কোন কোন প্রজাতির কুকুর ‘ভয়ংকর’ ও নিষিদ্ধ করা উচিত তা চিহ্নিত করার জন্য আদালতের নির্দেশে একটি প্যানেল গঠন করে কেন্দ্রীয় সরকার।

২৩টি প্রজাতির পোষ্য কুকুরকে ‘ভয়ংকর’ বলে চিহ্নিত করে সেই প্যানেল। তার পরই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছে এই মর্মে নোটিশ পাঠানো হয়। রাজ্যগুলোর প্রাণিসম্পদ দপ্তরকে ওই প্রজাতির কুকুরগুলোর বিক্রি ও প্রজননে লাইসেন্স দিতে নিষেধ করা হয়েছে।

গণমাধ্যমটি বলেছে, ‘ভয়ংকর’ প্রজাতির কুকুরের তালিকায় রয়েছে পিটবুল টেরিয়ার, আমেরিকান বুলডগ, রটওয়েলার, তোসা ইনু, আমেরিকান স্ট্র্যাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলেইরো, ডোগো আর্জেন্টিনো, বোয়ারবোয়েল কাঙ্গাল, সেন্ট্রাল এশিয়ান শেপার্ড, ককেশিয়ান শেপার্ড প্রজাতির কুকুর।

এ ছাড়াও রয়েছে সাউথ রাশিয়ান শেপার্ড, টর্নিয়াক, সারপ্ল্যানিনাচ, জাপানিজ তোসা, আকিতা, ম্যাসটিফস, রোজেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিয়ো, আকব্যাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেন করসো ও ব্যানডগ।

LEAVE A REPLY