গাজীপুরের কালিয়াকৈ এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে বের হওয়া গ্যাসের আগুনে গুরুতর দগ্ধদের একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম মো. সোলেমান মোল্লা (৪৫)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
সোলেমান মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটভায়েরা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। তিনি গাজীপুর কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী শাপলা বেগম।
তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে একটি টিনশেড কলোনিতে আগুন লাগে। এতে নারী-শিশুসহ ৩৬ জন দগ্ধ হয়। আগুনে দগ্ধ ও আহত ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তাদের মধ্যে প্রায় শতভাগ পুড়ে যাওয়া সাতজন রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ছাড়া পাঁচজন রোগী আইসিইউ এবং দুজন এইচডিইউয়ে ভর্তি।
গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে প্রাথমিক খরচ হিসেবে সাত হাজার ৫০০ টাকা করে অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের পরিবারের কাছে ওই টাকা দেওয়া হয়।