স্লোভাকিয়ায় ভালুকের তাড়া খাওয়ার পর নারীর মৃত্যু

প্রতীকী ছবি : এএফপি

স্লোভাকিয়ার উত্তরাঞ্চলে একটি ভালুক তাড়া করার পর বেলারুশের ৩১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, স্লোভাক মাউন্টেন রেসকিউ সার্ভিস জানিয়েছে, স্থানীয় শুক্রবার সন্ধ্যায় স্লোভাকিয়ার লো তাট্রাস পর্বতমালার জঙ্গল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি পুরুষ সঙ্গীর সঙ্গে হাঁটছিলেন।

লোকটির ভাষ্যমতে, তিনি এবং ওই নারী বিভিন্ন দিকে পালিয়ে যান। এলাকায় ঘন জঙ্গল এবং ছোট উপত্যকা রয়েছে।

স্লোভাক কর্তৃপক্ষ জানিয়েছে, দুজন ডেমানভস্কা উপত্যকায় হাঁটার সময় তাঁদের তাড়া করা হয়েছিল। ওই ব্যক্তি সঙ্গী সাহায্যের জন্য যাওয়ার কিছুক্ষণ পরই একটি অনুসন্ধানী কুকুর নারীর দেহটি আবিষ্কার করে।

ভালুকটি তখনো কাছাকাছি ছিল। পরে বন্দুকের সতর্কীকরণ গুলির মাধ্যমে ভয় দেখানো হয়।

এদিকে ওই নারী কিভাবে মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়। পরিবেশ বিষয়ক উপমন্ত্রী বলেন, কর্তৃপক্ষ এই তথ্য অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করবে এবং এটি গোপন করবে না।

বিবিসির তথ্য অনুসারে, ২০২১ সালে একটি মারাত্মক আক্রমণসহ সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভালুকের আক্রমণ হয়েছে, যা স্লোভাকিয়ায় এক শতাব্দীর মধ্যে প্রথম বলে জানা গেছে।

স্লোভাকিয়ার নতুন পপুলিস্ট জাতীয়তাবাদী সরকারের সদস্যরা নেকড়ে ও ভালুকের মতো শিকারি প্রাণীদের জন্য ইইউ পরিবেশগত সুরক্ষার বিরুদ্ধে কথা বলেছে। প্রাণীগুলো ১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর থেকে কয়েক দশক ধরে কার্পেথিয়ান পর্বতমালার মাধ্যমে স্লোভাকিয়ায় ফিরে এসেছে। রুমানিয়া থেকে পশ্চিম ইউক্রেন হয়ে স্লোভাকিয়া ও পোল্যান্ড পর্যন্ত বিস্তৃত কার্পেথিয়ান পর্বতশ্রেণিজুড়ে ভালুকের উপস্থিতি রয়েছে।

স্লোভাকিয়ার পরিবেশ মন্ত্রণালয় বলেছে, রুমানিয়ার সঙ্গে মিলে তারা সংরক্ষিত প্রজাতির তালিকায় ভালুককে পুনরায় শ্রেণিবদ্ধ করার জন্য পরবর্তী ইইউর পরিবেশ বিষয়ক মন্ত্রিপরিষদে একটি প্রস্তাব পেশ করবে।

কারণ ভালুকের সংখ্যার হিসাবে, তারা আর বিপন্ন নয় এবং বেছে বেছে তাদের হত্যা করা যেতে পারে। গবেষকরা অবশ্য বলছেন, স্লোভাকিয়ার ভালুকের সংখ্যা বাড়েনি। তাঁদের মতে এ সংখ্যা প্রায় এক হাজার ২৭৫-এ স্থিতিশীল রয়েছে।

LEAVE A REPLY