ফেরার ম্যাচে রশিদের মাইলফলক

রশিদ খান। সংগৃহীত ছবি

পিঠের চোট কাটিয়ে বেশ লম্বা সময় পর মাঠে ফিরলেন রশিদ খান। তবে প্রায় চার মাস মাঠের বাইরে থাকাটা বুঝতে দিলেন কই? আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রশিদ।

তিন উইকেটের পথে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। প্রথম আফগানিস্তান বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

যদিও আফগানিস্তান ম্যাচটা হেরেছে ৩৮ রানে। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে আয়ারল্যান্ড।

অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিংয়ের ৩৮ রানের ওপেনিং জুটির পর সেভাবে দাঁড়াতে পারেননি বাকি ব্যাটাররা। তবু এক প্রান্তে হ্যারি টেক্টরের অপরাজিত ৫৬ রানের ইনিংসে ১৫০ ছুঁই ছুঁই সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

টেক্টরের ৩৪ বলের ইনিংসটি সাজানো ৭ চার ও ২ ছক্কায়।

লক্ষ্য তাড়ায় ১৮.৪ ওভারে ১১১ রানে অলআউট হয় আফগানিস্তান। এক পর্যায়ে ৪ রানে ৩ উইকেট হারায় আফগানরা। এখান থেকে ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ ইশহাকের ৩৮ রানের ছোট জুটি।

ইশহাক ৩২ রানে আউট হওয়ার পর ইব্রাহিম আউট হন ১১ রানে।

এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আফগান ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ২০ দিয়ে চার উইকেট ম্যাচসেরা হয়েছেন লেগ স্পিনার বেনজামিন হোয়াইট। পেসার জশুয়া লিটলের শিকার তিন উইকেট। ৪ ওভারে ১৮ রান দিয়েছেন তিনি।

LEAVE A REPLY