স্টারডম দিয়ে কখনো ছবি চলেনি : কাজী মারুফ

কাজী মারুফ

দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন কাজী মারুফ। সেখানেই নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘গ্রিন কার্ড’। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন মারুফ। পরিচালনা করেছেন কাজী হায়াৎ ও রোশান আক্তার নিপা।

মারুফ আগেই ঘোষণা দিয়েছিলেন, রোজার ঈদে ছবিটি মুক্তি দেবেন। সেই উদ্দেশে ১৪ মার্চ সকালে বাংলাদেশে এসেছেন মারুফ। মারুফ বলেন, ‘এরই মধ্যে আমরা গান ও টিজার প্রকাশ করেছি। সবাই খুব পছন্দ করেছেন।

আগে একটা সময় প্রতি ঈদেই আমার অভিনীত সিনেমা থাকত। ভক্তরা হুমড়ি খেয়ে সেগুলো দেখতেন। আশা করছি এবারও এর ব্যতিক্রম হবে না।’

ঈদে এক ডজনেরও বেশি ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

শেষ পর্যন্ত কয়টি মুক্তি পাবে—সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না মারুফ। তিনি বলেন, ‘আমার দর্শক আলাদা। তাঁরা কী চান আমি জানি। তাঁদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। ঈদের অন্যান্য ছবির জন্যও শুভ কামনা জানাচ্ছি।

ছবি চলবে ছবির গুণে, স্টারডম দিয়ে কখনো ছবি চলেনি, চলবেও না।’

‘গ্রিন কার্ড’ ছবিতে আরো অভিনয় করেছেন নুসরাত তিশাম, নাজিদা সায়েদ, নওশীন, হিল্লোল, শিরিন বকুল, কাজী আরিশা, আকাশ রহমানসহ অনেকে।

LEAVE A REPLY