মেসিকে নিয়ে শঙ্কা

লিওনেল মেসি। সংগৃহীত ছবি

আসছে ২২ মার্চ এল সালভদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা নিয়ে আছে শঙ্কা। শুধু এই ম্যাচই নয়, চার দিন পর কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচেও মেসিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে হারানোর ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি।

যেকারণে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেওয়া হয়। গতকাল ইন্টার মায়ামির সবশেষ ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি।

মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো জানালেন মেসিকে না পাওয়ার শঙ্কার কথাই,’মেসির চোটের অবস্থার উন্নতি কেমন হচ্ছে, তা সপ্তাহ ধরে বুঝতে হবে এবং আমরা সেভাবেই বিষয়টা দেখব। তাকে নিয়ে একটা লক্ষ্য আছে আমাদের, কনকাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে (৪ এপ্রিল) খেলাতে চাই তাঁকে।

’ টিওয়াইসি

LEAVE A REPLY