চোট থেকে ফিরেই দুঃসংবাদ দিলেন কোর্তোয়া

সংগৃহীত ছবি

চলতি মৌসুম শুরুর আগেই গত আগস্টে হাঁটুর চোটের কারণে থিবো কোর্তোয়া ছিটকে যান মাঠের বাইরে। করানো হয় অস্ত্রোপচার। সেই চোট কাটিয়ে গত কিছুদিন ফিরেছিলেন রিয়াল মাদ্রিদের অনুশীলনে। কিন্তু আবারও দুঃসংবাদ দিলেন বেলজিয়ান এই গোলরক্ষক।

অনুশীলনের সময় আবারো হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। তাঁর চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

মৌসুম ধরেই চোটের সঙ্গে লড়াই করছে রিয়ালের খেলোয়াড়রা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও।

এই দুজনকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডে রাখার আশা ব্যক্ত করেছিলেন কার্লো আনচেলোত্তি। 

আন্তর্জাতিক বিরতির এই সময়টা প্রস্তুতি ম্যাচ খেলে কাটাবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির যুব দলের সঙ্গে খেলবে দুটি ম্যাচ। সেক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকা ফুটবলাররা ম্যাচের আবহ পাবে।

LEAVE A REPLY