লিটনের কাছে হাতুরাসিংহের চাওয়া অনেক রান

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে লিটন দাসের বাদ পড়া অনেক আলোচনার জন্ম দিয়েছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে ঢাকা প্রিমিয়ার লিগেও লিটনের ব্যাটে রানের দেখা মেলেনি। আবাহনীর হয়ে এক ম্যাচ খেলে ১৯ বলে ৫ রান করে আউট হয়েছিলেন।

কয়েক দিনের বিরতিতে দিয়ে আবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন লিটন।

এবার তাঁর সামনে লাল বলের চ্যালেঞ্জ। যে সংস্করণে তাঁর রেকর্ড সবচেয়ে সমৃদ্ধ। ওয়ানডেতে নিজের ছায়া হয়ে থাকলেও টেস্টে লিটনের কাছে অনেক রান চান বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে, ‘আমি লাল বলের ক্রিকেটে তার থেকে অনেক রান আশা করি। সে ভালো খেলছে।

এটা ভিন্ন বলের খেলা। এখানে সে নিজেকে ফিরে পেতে অনেক বেশি সময় পাবে। তার প্রতিভা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা জানি সাদা বলে সে কিছুটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে।

আমরা আশা করি সে ফর্মে ফিরে আসবে।’

সিলেটে বাংলাদেশের সর্বশেষ টেস্ট ছিল মনে রাখার মতো। নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছিল স্বাগতিকরা। সেই টেস্টের চেয়ে এবার উইকেট কিছুটা ভিন্ন বলে জানালেন হাতুরাসিংহে, ‘উইকেট কিছুটা ভিন্ন। সর্বশেষ (নিউজিল্যান্ড) সিরিজে ঘাসহীন ছিল।

এখানে তুলনামূলক সবুজ ঘাস রয়েছে। এই ম্যাচে আবহাওয়া বড় ভূমিকা রাখবে। প্রতিপক্ষের দুর্বলতা ও আমাদের শক্তির দিক বিবেচনা করে মনে হচ্ছে, এই সিরিজটা (শ্রীলঙ্কা সিরিজ) নিউজিল্যান্ড সিরিজের চেয়েও কঠিন হতে যাচ্ছে। লঙ্কানদের হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

LEAVE A REPLY