বানশালির দরজায় প্রিয়াঙ্কা

দীর্ঘদিন বলিউডের কোনো কাজে দেখা যাচ্ছে না প্রিয়াঙ্কা চোপড়াকে। ভক্তদের জন্য খবর, সঞ্জয় লীলা বানশালির পরবর্তী প্রজেক্টে দেখা যাবে এই গ্ল্যামার গার্লকে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে প্রিয়াঙ্কার হাতে। একটি প্রজেক্টের ফাইনাল কথা বলার জন্য বানশালির সঙ্গেও দেখা করেন তিনি। অ্যাকশন প্রজেক্টের বিষয়বস্তু বেশ ভালোও লেগেছে।

এমনিতে আমেরিকায় স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করেন এ অভিনেত্রী। তবে বর্তমানে রয়েছেন ভারতে। নিজের একটি প্রোডাকশন হাউসও আছে তার। সেটা নিয়েই কিছু করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বলিউডে আপাতত কোনো কাজ না করলেও হলিউডে শিগগিরই তাকে ফ্র্যাঙ্কি ই ফ্লাওয়ার্সের ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে। এছাড়াও জন চেনা ও ইদ্রিস এলবার সঙ্গে ‘হেডস অফ দ্য স্টেট’-এ দেখা মিলবে প্রিয়াঙ্কার।

LEAVE A REPLY