ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের হবু রাজা প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিনের ক্যান্সার শনাক্ত হয়েছে। তিনি চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।
গতকাল শুক্রবার ওই ভিডিও বার্তায় ক্যাথেরিন জানান, লন্ডনে গত জানুয়ারিতে তাঁর পেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়। এটি সফল হলেও পরে পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে।
এরপর অবিশ্বাস্য রকমের কঠিন সময় পার করতে হয় তাঁকে। এটি ছিল তাঁর জন্য বড় ধরনের একটি ধাক্কা। তবে তিনি ইতিবাচক বার্তাও দিয়েছেন। বলেছেন, ‘আমি ভালো আছি এবং প্রতিদিন আগের চেয়ে শক্তি ফিরে পাচ্ছি।
’
কেনসিংটন প্রাসাদ থেকে বলা হয়েছে, প্রিন্সেস যে পুরোপুরি সেরে উঠবেন, এ ব্যাপারে আস্থা রয়েছে।
এর আগে প্রিন্সেস ক্যাথেরিনের শ্বশুর ব্রিটেনের রাজা প্রিন্স চার্লসের ক্যান্সার ধরা পড়ে। সূত্র: বিবিসি, এএফপি