গত ২৫ বছরে মস্কোয় যত প্রাণঘাতী সন্ত্রাসী হামলা

রাশিয়ার মস্কোয় একটি কনসার্ট হলে গত শুক্রবার বন্দুকধারীদের হামলা ও আগুনে নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে। আহত হয়েছে শতাধিক। কয়েক দশকের মধ্যে রাশিয়ায় চালানো সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার মধ্যে এটি অন্যতম। রুশ সরকার এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)। এর আগেও রুশ রাজধানীতে বড় বড় হামলা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, গত ২৫ বছরে মস্কোয় হওয়া বড় বড় হামলা সম্পর্কে।

অ্যাপার্টমেন্ট ভবনে হামলা, নিহত ১১৮ (১৯৯৯)
দক্ষিণ-পূর্ব মস্কোর একটি আটতলা ভবনে ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় ১১৮ জন নিহত হয়।

মস্কো ও রাশিয়ার দক্ষিণাঞ্চলে ওই সময় দুই সপ্তাহে পাঁচটি হামলা হয়। এতে ২৯৩ জন নিহত হয়। এসব হামলার জন্য মুসলিম অধ্যুষিত উত্তর ককেশাসের চেচনিয়া প্রজাতন্ত্রের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে মস্কো। পরবর্তী সময়ে চেচনিয়ায় বিদ্রোহ দমনে চালানো অভিযানের পক্ষে যুক্তি হিসেবে এসব হামলাকে উপস্থাপন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

থিয়েটারে জিম্মি সংকট, নিহত ১৩০ (২০০২)
মস্কোর দাবরোভকা থিয়েটারে ২০০২ সালের ২৩ অক্টোবর ধ্বংসযজ্ঞ চালায় ২১ জন পুরুষ ও ১৯ জন নারী চেচেন বিদ্রোহী। থিয়েটারে অনুষ্ঠান চলার সময় ৮০০ জনের বেশি মানুষকে জিম্মি বানায় তারা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই দিন ও তিন রাত ধরে চলে তাঁদের দর-কষাকষি। সমঝোতা না হওয়ায় থিয়েটারের ভেতরে বিশেষ ধরনের গ্যাস নিক্ষেপ করে অভিযান চালায় রুশ নিরাপত্তা বাহিনী। এ সময় ১৩০ জন জিম্মির মৃত্যু হয়, যাদের অধিকাংশই দম বন্ধ হয়ে মারা যায়।

কনসার্টে হামলায় ১৫ জন নিহত (২০০৩)
মস্কোর পার্শ্ববর্তী তুশিনো বিমানঘাঁটিতে ২০০৩ সালের ৫ জুলাই একটি রক কনসার্টে আত্মঘাতী বোমা হামলা চালায় দুই নারী। এতে ১৫ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়। দুই হামলাকারীকে চেচেন বিদ্রোহী হিসেবে শনাক্ত করা হয়। বার্ষিক ক্রিলিয়া উৎসবে রাশিয়ার শীর্ষ ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সেখানে জড়ো হয়েছিল প্রায় ২০ হাজার শ্রোতা।

মেট্রোতে হামলা, নিহত ৪১ (২০০৪)
সময়টা ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি। সকালের ব্যস্ত সময়ে মস্কোর পাতাল রেলপথে বোমা হামলা চালায় একটি স্বল্প পরিচিত চেচেন গোষ্ঠী। এতে ৪১ জন নিহত হয়।

মেট্রোতে আত্মঘাতী হামলায় নিহত ৪০ (২০১০)
মস্কোর পাতাল রেলপথে ২০১০ সালের ২৯ মার্চ দুটি আত্মঘাতী বোমা হামলা চালায় দুই নারী। এতে ৪০ জন নিহত হয়। এর একটি হামলা চালানো হয় এফএসবি গোয়েন্দা পরিষেবার সদর দপ্তরের পার্শ্ববর্তী লুবিয়ানকা স্টেশনকে লক্ষ্য করে। দুই হামলাকারী বিক্ষুব্ধ উত্তর ককেশাসের দাগেস্তানের বাসিন্দা ছিলেন। চেচেন বিদ্রোহী নেতা দোকু ওমরভের দ্য ককেশাস আমিরাত হামলার দায় স্বীকার করে।

বিমানবন্দরে হামলায় নিহত ৩৭ (২০১১)
২০১১ সালের ২৪ জানুয়ারি মস্কোর দোমোদেভোভো আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে একটি আত্মঘাতী হামলায় ৩৭ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে দ্য ককেশাস আমিরাত গোষ্ঠী।

সূত্র : এএফপি

LEAVE A REPLY