সিলেটে প্রথম টেস্ট বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। শ্রীলঙ্কার পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৪৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। আজ চতুর্থ দিনের প্রথম সেশনে আরো দুই উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
আউট হয়েছেন আগের দিনের অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম।
৫১ রানে ৬ উইকেট হারিয়ে তখন শতকের আগেই অলআউট হওয়ার শঙ্কায় বাংলাদেশ। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের জুটি। ৩৩ রানে মিরাজ আউট হওয়ার পর এই জুটি ভাঙে। কাসুন রাজিথার বলে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দেন তিনি।
এরপর মধ্যাহৃভোজের বিরতিতে যাওয়ার বাকি সময়টা শরিফুল ইসলামকে নিয়ে কাটিয়েছেন মমিনুল। শরিফুল ব্যাট করছেন তিন রানে। হাফ সেঞ্চুরি থেকে চার রান দূরে আছেন মমিনুল। তাঁর ৪৬ রানের ইনিংসটি সাজানো ৬টি চারে।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৯ রান। জয় থেকে আর তিন উইকেট দূরে আছে শ্রীলঙ্কা।
আর বাংলাদেশের দরকার ৩৮২ রান। যেটা তাড়া করা সত্যিকার অর্থেই অবাস্তবিক। এখান থেকে তাই হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছু পাওয়ার নেই বাংলাদেশের।
যে দায়িত্বের ভার পড়েছে মমিনুলের কাঁধে। দেখার বিষয়, তাঁকে কতক্ষণ সঙ্গ দিতে পারেন শরিফুল-খালেদ আহমেদরা।