ওয়ানডে সিরিজ জেতা অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে আরো আগ্রাসী হবে

জর্জিয়া ওয়ারেহাম। সংগৃহীত ছবি

তিন ম্যাচ সিরিজের এখনো এক ম্যাচ বাকি। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করা নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে অজি মেয়েরা। তবে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ভাবনা শুরু করেছে সফরকারীরা।

সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ। পরের দুটি ২ ও ৪ এপ্রিল। এই সিরিজ দিয়ে চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় অস্ট্রেলিয়া। এ জন্য আগ্রাসী ক্রিকেটের বার্তা দিয়ে রাখল তারা।

মিরপুরে আজ সংবাদমাধ্যমকে অজি লেগ স্পিনার জর্জিয়া ওয়ারেহাম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলার মধ্যে থাকতে হবে। এখানে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এখানের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টি কাজে দিবে বলে আশা করছি।

জর্জিয়া বাংলাদেশ সফরে আসার আগে নারী আইপিএল হিসেবে প্রচলিত উইমেনস প্রিমিয়ার লিগে (ডাব্লিউআইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। ভারতে এই টুর্নামেন্ট খেলার ফলে কন্ডিশন অনেকটা একই রকম থাকায় বাংলাদেশে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘(হাসি) হ্যাঁ। কন্ডিশন কাছাকাছি অনেকটা। তবে এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আসলে (ডাব্লিউপিএলের) টি-টোয়েন্টি ক্রিকেটের খেলার মান আমাদের এই সিরিজের আগে ভালো অবস্থায় নিতে পেরেছে।

LEAVE A REPLY