মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরলে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশটির জান্তা সরকারের। তবে সেই নির্বাচন হয়তো সমগ্র মিয়ানমারজুড়ে আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। জান্তাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার বার্তা সংস্থা তাসকে এ কথা বলেছেন। সামরিক বাহিনী এখনো দেশটিকে গণতান্ত্রিক শাসনে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন তিনি।
তিন বছর আগে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করে। তখন তারা বলেছিল, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে।
সূত্র : রয়টার্স