যুদ্ধবিরতি প্রস্তাব পাশের পরও হামলা নিহত ৮১

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের পরও ইসরাইলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। ২৪ ঘণ্টায় ইসরাইলের গাজায় হামলায় ৮১ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছে। খবর আল-জাজিরার।

সোমবার সারারাত ইসরাইলি যুদ্ধবিমানের বোমা বর্ষণে বিধ্বস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। এতে অন্তত ১৮ জন নিহত হন। এর মধ্যে ৯ জনই ছিল শিশু। পাশের নাসের এলাকাতেও ইসরাইল বোমা বর্ষণ করেছে এবং এতেও হতাহত হয়েছে। এছাড়া খান ইউনিস ও গাজা সিটিতেও ইসরাইল হামলা চালাচ্ছে। এদিকে গাজার আল শিফা হাসপাতালের কাছে বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে। 

ওদিকে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে পদাতিক বাহিনীকে সহায়তা করতে গাজার ৬০টির বেশি স্থানে ইসরাইলের বোমারু বিমান বোমা ফেলেছে। হামাসের যোদ্ধাদের বসবাসকারী ভবন লক্ষ্য করেই এ হামলা করা হয়েছে বলে সেনাবাহিনী উল্লেখ করেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ৮১ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছে। সব মিলিয়ে হামলার শুরু থেকে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪১৪ জনে।

এদিকে ইসরাইল বলছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গাজায় হামলা বন্ধ করা হবে না। পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতি করবে না। আমরা হামাসকে ধ্বংস করব এবং সব বন্দি ঘরে ফিরে না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

LEAVE A REPLY