‘সিনেমা করতে গিয়ে সাপের কামড় খেয়েছি, কুকুরের হামলার শিকারও হয়েছি’

ওমর সানি

গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। একসময় প্রতি ঈদেই মুক্তি পেত তাঁর ছবি। সেই ছবির পোস্টারে ছেয়ে যেত সারা দেশ। প্রায় দেড় যুগ পর ঈদের ছবি ‘ডেডবডি’র পোস্টারে দেখা গেল সেই পুরনো ওমর সানীকে।

বিষয়টি নিয়ে দারুণ উচ্ছসিত এই তারকা। ডেডবডির পোস্টারে তার বিশাল ছবি থাকা প্রসঙ্গে সানি বলেন, ‘‘আমার কাজ অভিনয় করা। এর বাইরে পোস্টার কী হবে, পোস্টারে কার ছবি কত বড় হবে—সেটা নিয়েও কখনো ভাবিনি। নির্মাতারাই নিজেদের মতো করে সব করেন।

‘ডেডবডি’ করতে গিয়ে আমি নিজের জীবনকে শঙ্কায় ফেলেছিলাম। বিষধর সাপের কামড় খেয়েছি, কুকুরের হামলার শিকারও হয়েছি। একজন অভিনেতার ত্যাগকে পরিচালক সম্মান দেখিয়েছেন, এটা উদাহরণ হয়ে থাকবে। সত্যি বলতে একটু অবাক হয়েছি।

পাশাপাশি পরিচালক এমডি ইকবালকে ধন্যবাদও জানিয়েছি। ইকবাল পরিচালক হিসেবে যেমন ভালো তেমন ছবির প্রচার-প্রচারণার বিষয়টিও ভালো বোঝেন।’’

এই ঈদের ওমর সানির আরেক ছবি ‘সোনার চর’-মুক্তি পাচ্ছে। সেটি নিয়েও কথা বলেছেন এই তারকা। বলেন, ‘ওই ছবির পোস্টারেও কিন্তু আমাকে গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে।

পরিচালক জাহিদ হোসেন আমার অত্যন্ত প্রিয়। প্রযোজক জাহাঙ্গীর শিকদারও দীর্ঘদিনের পরিচিত। ‘সোনার চর’-এ আমি অতিথি অভিনেতা। ছবিটির ট্রেলার দেখে সবাই পছন্দ করেছেন, গানগুলোও ভালো লেগেছে। আশা করছি ‘সোনার চর’ও ভালো ব্যবসা করবে।’

এই সময়ের নির্মাতা ও যাদের কাজ দেখেন সে প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘গত দুই-তিন বছরে ইন্ডাস্ট্রি যে ঘুরে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারি। ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘পরাণ’-এর মতো ব্যবসাসফল ছবি যেমন হয়েছে, তেমন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তৈরি হয়েছে বাংলাদেশি ছবির বাজার। এখন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, লন্ডনসহ মধ্যপ্রাচ্যেও চলছে বাংলা ছবি। এটা অনেক বড় অর্জন। রায়হান রাফী অনেক ভালো কাজ করছেন। ‘প্রিয়তমা’ দেখা হয়নি, তবে হিমেল আশরাফ ভালো, তার প্রমাণ ছবির ব্যবসা। নির্মাণ ভালো না হলে তো দর্শক দেখতেন না। এ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিক, জাহিদ হোসেনসহ আরো কয়েকজন নির্মাতার কাজ ভালো লাগে।’

কথা প্রসঙ্গে জানান, এবারের ঈদ তার বিষন্ন ও একাকী কাটবে। কারণ তার প্রিয়তমা স্ত্রী চলচ্চিত্র তারকা মৌসুমী দেশে নেই। সেটা মনে করে বলেন, ‘আমেরিকায় আছে সে। আমার মেয়ে পড়াশোনা নিয়ে দারুণ চাপে আছে। তাই মৌসুমীকে সময় দিতে হচ্ছে। ঈদে দেশে ফিরতে পারবে না। আমার ঈদ কাটবে একা, বিষণ্ন। আমেরিকা থেকে হয়তো ছবির জন্য শুভ কামনা জানাতে পারে, ভক্তদের হলে যাওয়ার আহবান করতে পারে, দেশে এসে প্রচারণা করা সম্ভব হবে না।’

LEAVE A REPLY