ইডির জব্দ অর্থ পাবে গরিব মানুষ, দাবি করলেন মোদি

কেন্দ্রীয় নজরদারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বাজেয়াপ্ত করা প্রায় তিন হাজার কোটি রুপি পশ্চিমবঙ্গের গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর লোকসভা আসনে বিজেপির প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনালাপে এই দাবি করেন তিনি। অমৃতা রায় ১৮ শতকের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের আলোচিত প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে অমৃতাকে দাঁড় করিয়েছে বিজেপি।

আইনসভায় অনলবর্ষী বক্তব্যের জন্য সুপরিচিত মহুয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগের তদন্ত চলছে।
ফোনালাপে মোদি অমৃতাকে বলেন, গরিবদের কাছ থেকে লুট করা অর্থ তাদের ফিরিয়ে দিতে আইনি পথ খুঁজছেন তিনি। ওই কথোপকথনের বরাতে বিজেপি বলছে, সরকারি চাকরি পেতে ঘুষ হিসেবে তিন হাজার কোটি রুপি দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। আবার ক্ষমতায় আসার পর এই অর্থ গরিবদের ফিরিয়ে দেওয়ার আইনি পথ খুঁজে বের করবেন নরেন্দ্র মোদি।

প্রয়োজনে নতুন আইন করা হবে।

দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন দেওয়ায় কংগ্রেসের সমালোচনা করেন মোদি। কারো নাম উল্লেখ না করে মোদি বলেন, যারা আম আদমি পার্টির বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারা এখন অবস্থান পাল্টে তাদের সহায়তা করছে। আর এতেই স্পষ্ট হয়েছে, দেশ নয়, বরং ক্ষমতাই তাদের কাছে মুখ্য।

এ সময় মোদি দাবি করেন, বিজেপির নেতৃত্বাধীন জোট উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়তে লড়াই করছে। অন্যদিকে সব দুর্নীতিবাজ একত্রিত হয়ে পরস্পরকে বাঁচানোর চেষ্টা করছে। মোদি বলেন, ‘আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গের লোকজন পরিবর্তনের জন্য ভোট দেবে।’

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY