‘ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে এই পুরস্কার

সোহেল মণ্ডল

শুক্রবার কলকাতায় বসেছিল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ২০২৪’-এর আসর। এবার বাংলাদেশের জয়া আহসান, তাসনিয়া ফারিণের পাশাপাশি সোহেল মণ্ডল পুরস্কার পেয়েছেন সেরা নবাগত অভিনেতার। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

অভিনন্দন আপনাকে।

বিজয়ী হবেন, এমনটা ভেবেছিলেন?
ধন্যবাদ। মনোনয়ন পেয়েছি, এটা জানতে পারি ফেসবুকে, একজনের পোস্ট দেখে। সেখানে দেখলাম, আমার সঙ্গে আরো নমিনেশন পেয়েছেন কলকাতার কৌশিক গাঙ্গুলী, অনির্বাণ দাদার মতো গুণী অভিনেতারা। ভেবেছিলাম, উনাদের নামের পাশে আমার নামটা আছে, এটাই অনেক।

বিজয়ী না হলেও চলবে। কিন্তু অবিশ্বাস্যভাবে আমিই পুরস্কারটা পেলাম! অবিশ্বাস্য বলছি এই কারণে, পুরস্কারের আশায় আমি কোনো কাজ করি না। ‘মায়ার জঞ্জাল’-এর ক্ষেত্রেও সেটা হয়েছে। যখন পুরস্কারটা পেলাম মনে হলো, বাড়তি একটা কিছু যোগ হলো।

সামনে ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে এই পুরস্কার। ছবির টিমের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা আমাকে কাজটি করার সুযোগ করে দিয়েছেন।

কলকাতা গেলেন না কেন? তাহলে তো নিজের হাতে পুরস্কারটা নিতে পারতেন!
প্রথমত, আমার ভিসা ছিল না। মাত্র চার দিন আগে মনোনয়নের বিষয়টি জানতে পেরেছিলাম।

তখন আবেদন করেও লাভ হতো বলে মনে হয়নি। তা ছাড়া ঈদের কাজের শুটিং চলছে দেশে। আগে থেকেই শিডিউল দেওয়া নির্মাতাদের। হঠাৎ করে শিডিউল ফাঁসানোটাও উচিত হতো না।

পুরস্কার হাতে আসবে কিভাবে? ‘ফিল্মফেয়ার বাংলা’র আয়োজকরা কি জানিয়েছেন কিছু?
গতকালই আমার সঙ্গে আয়োজকদের কথা হয়েছে। তাঁরা আমাকে অভিনন্দন জানিয়েছেন। পুরস্কারটি পাঠিয়ে দেওয়ার বিষয়েও কথা বলেছেন। আমাদের দেশের অনেক শিল্পীই সেখানে আছেন। হয়তো তাঁদের কারো মাধ্যমে আমার পুরস্কারটা পাঠিয়ে দেবেন।

কলকাতায় আর কোনো কাজ করছেন না?
গত দুই বছর দেশের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছি। কলকাতার বেশ কয়েকটি প্রডাকশন নিয়ে কথা হয়েছে, কিন্তু চূড়ান্ত করতে পারিনি। এই পুরস্কারপ্রাপ্তিটা আমাকে কলকাতায় আরো বেশি পরিচিতি এনে দেবে বলে মনে করছি। আগামী দিনে ব্যাটে-বলে মিললে অবশ্যই ওখানকার কাজে আমাকে পাওয়া যাবে।

ঈদে আপনার অভিনীত কী কী আসছে?
বেশ কয়েকটি নাটক আসবে। এর মধ্যে অনন্য ইমনের ‘অভাব’-এ আমার সঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত ও তানিয়া বৃষ্টি। জামাল মল্লিকের ‘শাড়িওয়ালা ক্লথিং সেন্টার’-এ আমার সঙ্গে আছেন সাদিয়া আয়মান। মারুফুর রহমানের ‘মনের মন্দিরে’তে আমার সঙ্গে আছেন রুকাইয়া জাহান চমক। আতিফ আসলাম বাবলুর ‘সুইচ’-এ আমার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া আলোক হাসানের ওয়েব ছবি ‘ত্রিভুজ’ মুক্তি পাবে দীপ্ত প্লেতে।

ওটিটিতে আপনার উত্থান। ইদানীং ওটিটিতে আগের মতো পাওয়া যাচ্ছে না আপনাকে। কারণ কী?
গত দুই বছর আমি সরকারি অনুদানের ছবি ‘শ্যামাকাব্য’ ও ‘বনলতা সেন’ নিয়ে ব্যস্ত ছিলাম। ছবি দুটি নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ ও মাসুদ হাসান উজ্জ্বলের মতো গুণী পরিচালক। ছবি দুটির জন্য ভিন্ন ভিন্ন লুক নিতে হয়েছে। ফলে অন্য কোনো কাজ সেভাবে হাতে নিতে পারিনি। তবে এখন আবার ব্যস্ত হয়ে পড়েছি। শিগগিরই আমাকে ওটিটি কনটেন্টের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত পাওয়া যাবে।

LEAVE A REPLY