আসিফ আকবর
নতুন অ্যাপার্টমেন্টে ওঠার দুই দিনের মাথায় বাসা থেকে বেরিয়ে যায় পোষা বিড়াল পুম্বা। দুই সপ্তাহ ধরে বিড়ালটির খোঁজ পাচ্ছেন না সংগীতশিল্পী আসিফ আকবর। ছোট ছেলে রুদ্রর আগ্রহে বাড়িতে আনা হয়েছিল পুম্বাকে। সেই পুম্বা ‘ও প্রিয়া তুমি কোথায়’ গায়কের প্রিয় পাত্রে পরিণত হয়।
প্রায়ই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন। বিড়ালটি হারানোর পর থানায় জিডিও করেছিলেন, প্রতিদিন খোঁজ করছেন আশপাশে। না পেয়ে অবশেষে ঘোষণা করলেন পুরস্কার, কেউ পুম্বার হদিস দিতে পারলে দেবেন ৫০ হাজার টাকা।
গতকাল ফেসবুকে আসিফ লিখেছেন, ‘বিড়ালটা বেঁচে আছে, হয়তো কারো বাসায় আছে।
তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছেন—এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, জানি সে ভালো যত্ন-আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময় হয়ে এসেছে।
প্লিজ, পুম্বার সন্ধান দিন, ৫০ হাজার টাকা গিফট পৌঁছে যাবে।’