টালিউড অভিনেত্রী শ্রাবন্তী মাঝেমধ্যেই নানা রকমের ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। কখনো তার ফটোশুটের ছবি পোস্ট করেন, কখনো আবার ব্যক্তিগত কোনো মুহূর্তের ছবি। মাঝে মধ্যে নানা কারণে ট্রোল্ড হন তিনি। আর এই ট্রোলিংয়ের নেপথ্যে মূল কারণ থাকে তার ব্যক্তিগত জীবন। আবারও ঘটল তেমনি ঘটনা।
এদিন শ্রাবন্তী একটি ট্রেন্ডিং গানে নেচে সেটি পোস্ট করেন। তাকে গানটিতে নাচতে দেখা যাচ্ছে তাও একটি খোলা মাঠে। অভিনেত্রীর পরনে হলুদ টপ ও কালো প্যান্ট। এই নাচটির ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘জীবনের কোনো রিমোট নেই। নিজে উঠেই জীবনকে বদলান।’
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ড্যান্স নয়। এটাকে অসভ্যতা বলে।’ আরেকজন লেখেন, ‘ম্যাডাম হলুদ পোশাকটা আপনাকে ভালো লাগছে না একদমই, অতি জঘন্য। এটা বলার জন্য দুঃখিত।’ কেউ আবার লেখেন, ‘বয়সটা তো অনেক হলো। এবার সেই দিকে খেয়াল দিন।’
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমানে দেবী চৌধুরানী ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিটি আগামী বছর পূজার সময় মুক্তি পাবে।View this post on Instagram
A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)