পেনাল্টি মিসের পরও নায়ক এমবাপ্পে, ফাইনালে পিএসজি

কিলিয়ান এমবাপ্পের উদযাপন। ছবিঃ এএফপি

ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তবে নিজের ভুল শুধরাতে খুব বেশি সময় নিলেন না ফরাসি এই ফরোয়ার্ড। তিন মিনিট পরেই করলেন গোল। আর সেই গোলেই ফরাসি কাপের ফাইনা

লে পৌঁছে গেছে পিএসজি।

গতরাতে রেনেকে ১-০ গোলে হারিয়েছ প্যারিসের ক্লাবটি। 

আগামী ২৫ মে ফরাসি কাপের ফাইনাল। যেখানে পিএসজির প্রতিপক্ষ অলিম্পিক লিও। এই টুর্নামেন্টে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন পিএসজি।

ফাইনালে যেতে পেরে খুশি পিএসজি কোচ লুই এনরিকে,’আমি খুবই খুশি, এই মৌসুমে ফ্রেঞ্চ কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এটা জিততে চাই আমরা।’

লিগ টেবিলেও শীর্ষে বসে আছে পিএসজি। দুইয়ে থাকা দলের চেয়ে এগিয়ে আছে ১২ পয়েন্টে। এছাড়া চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে খেলবে বার্সেলোনার বিপক্ষে।

এখনো সম্ভাব্য সব শিরোপাই জেতার সুযোগ আছে তাদের। এনরিকে সেদিকেই লক্ষ্য রেখে এগোচ্ছেন,’আমরা সবাই ক্লাবের জন্য শিরোপা জিততে চাই, এবং আমরা সঠিক পথেই আছি।’ এএফপি

LEAVE A REPLY