জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

চলতি বছরই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে তুমুল প্রতিযোগিতা চলবে দেশটির ৭ অঙ্গরাজ্যে।

তবে সাতটির মাঝে ছয়টি অঙ্গরাজ্যেই জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। 

এতে আরও বলা হয়, বাইডেনের কাজে অসন্তুষ্ট নাগরিকরা, এছাড়া অর্থনীতির সঙ্গীন অবস্থাও তার জনপ্রিয়তা কমিয়েছে। পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন।

মার্কিন রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট রিয়াল ক্লিয়ার পলিটিকসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সব জরিপেই দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাম্প এবং বাইডেনের মাঝে। জরিপগুলোয় দেখা যায়, বাইডেনের তুলনায় গড়ে ০.৮ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ট্রাম্প ছয়টি অঙ্গরাজ্যে ২ থেকে ৮ শতাংশ পয়েন্টে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন।

এ অঙ্গরাজ্যগুলো হলো পেনসিলভানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও নর্থ ক্যারোলিনা। জরিপের এসব অঙ্গরাজ্যে প্রার্থী হিসাবে তৃতীয় পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের রাখা হয়। এছাড়া শুধু বাইডেন ও ট্রাম্পকে রেখে করা জরিপেও একইরকম ফল দেখা গেছে।

LEAVE A REPLY