ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের

সংগৃহীত ছবি

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি। গত শুক্রবার আল কুদস দিবস উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় সমাবেশে অংশ নেওয়া হাজার হাজার মানুষ ‘ডেথ অব আমেরিকা’ এবং ‘ডেথ অব ইসরায়েল’ বলে স্লোগান দেয়।

এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে ইসরায়েলি বা মার্কিন সম্পদ লক্ষ্য করে ইরানের সম্ভাব্য আক্রমণের শঙ্কায় যুক্তরাষ্ট্র উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

পাশাপাশি এসব আক্রমণ মোকাবেলার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে গত শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। আগামী সপ্তাহে ইরান হামলা চালাতে পারে জানিয়ে সিএনএনকে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা অবশ্যই উচ্চ সতর্কাবস্থায় আছি।’

অন্যদিকে ইরান সিরিয়ার দামেস্কে তাদের কনস্যুলেটে হামলার প্রতিশোধের হুমকি দেওয়ায় বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। সামরিক বাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করা হয়েছে।

পাশাপাশি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। গত সোমবার দামেস্কে ইরানি কনস্যুলেটে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ অন্তত ১০ জন নিহত হন।

সূত্র : এএফপি, রয়টার্স

LEAVE A REPLY