‘আমি নিজের সম্মান আর হারাতে চাই না’

ভারত বিশ্বকাপের পর দেশে ফিরে বিরক্তি ও হতাশার কথা জানিয়েছিলেন বিসিবির পরিচালক ও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। এবার জানালেন টিম ডিরেক্টর হিসাবে প্রাপ্য সম্মান তিনি পাননি। আর কখনই তিনি এই ভ‚মিকায় বা বিসিবির এ ধরনের অন্য কোনো দায়িত্বে তিনি থাকবেন না বলে সাফ জানিয়ে দিলেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সাংবাদিকদের খালেদ মাহমুদ  বলেন, ‘এখন আর আমি সমাধান নই বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশের আরও ভালো সমাধান আছে। আমি আর আগ্রহী নই। আরও ভালো কিছু করার আছে আমার। গত বিশ্বকাপে যা করেছি, আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে কাজটা যায় না আসলে। হয়তো আমি বড় কোচ নই, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, তারপরও আমার সম্মান আছে। গত বিশ্বকাপে সেই সম্মানটা পাইনি। আমার তা প্রাপ্য নয়। আমি এটা করতে চাই না আর কোনোদিনও।’

ঘরোয়া ক্রিকেটে কাজ করেন। তাতেই খুশি খালেদ মাহমুদ। জাতীয় দল নিয়ে তার আর ভাবনা নেই।

রোববার তিনি বলেন, ‘আমি ওসব পদে (টিম ডিরেক্টর) যেতে চাই না। নিজের জীবন নিয়ে আমি খুবই খুশি। আবাহনীতে কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। খুবই খুশি আমি। দেশের ক্রিকেটের কোনো উন্নয়নে যদি কোনো সহায়তা করতে হয়, অবশ্যই করব। কিন্তু জাতীয় দলের কাজগুলো হয়তো আমার জন্য ঠিক নয়।’

খালেদ মাহমুদই এক সময় বলেছিলেন, ‘হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা কোচ।’ এবার তাকে নিয়ে খালেদ বলেন, ‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।’

তিনি বলেন, ‘আমি মিডিয়ার সামনেই বলেছি আর জাতীয় দলের সঙ্গে ফিরব না। বিসিবি সভাপতি পাপন (নাজমুল হাসান) ভাই আমার অধিনায়ক। তিনি ফাইন লেগে ফিল্ডিং করতে বললে আমাকে দৌড়ে গিয়ে সেখানেই ফিল্ডিং করতে হবে। তবে তিনি মনে হয় আমাকে আর বলবেন না। এত বড় বড় কোচরা আসছেন, যারা অনেক বেতন পান। তাদের মাঝে আমি খুব ছোট একটা মানুষ। ওখানে না যাওয়াটাই ভালো। নিজের সম্মানটা আমার নিজেরই রাখতে হবে।’

শুধু দলের সঙ্গে থেকে সফর সঙ্গী হতে চান না খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘আমি তো সফর করতে যাই না বাংলাদেশ দলের সঙ্গে। সফরের অংশ হতে চাই না। বিদেশ অনেক ঘুরেছি। বিদেশ ঘোরার আমার কোনো ইচ্ছাই নাই। আমি এসবের ঊর্ধ্বে। বাংলাদেশে আমি সম্মানীয় কোচ, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে। আমি নিজের সম্মান আর হারাতে চাই না।’

LEAVE A REPLY