বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানকে ছেড়ে যাবার পর থেকে এক শ্রেণীর দর্শকদের কাছে মিথিলা সমালোচিত। বাংলাদেশীকে ছেড়ে বিয়ে করেন ভারতীয় এক পরিচালককে। তারপর থেকে তিনি বেশির ভাগ সময় থাকেন ভারতে। তবে সে সংসারেও বার ঝড় উঠছে।
এদিকে এক সাক্ষাৎকারে রাফিয়াত রশিদ মিথিলা বলেছেন ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। মনে হয় এ পর্যন্ত যা করেছি- আমার জন্য অনেক।
তবে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই। সংখ্যায় অনেক বেশি কাজ করতে হবে, ব্যাপারটি তেমন না। এখানে দুটো ছবি হলো, বাংলাদেশে কিছু ছবি করেছি, টেলিভিশনে লম্বা সময় কাজ করেছি। মনে হয় এ পর্যন্ত যা করেছি, করছি, আমার জন্য অনেক।’
সিনেমায় মিথিলার অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে কাজ করলে এমনই হয়, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমি এই ছবিতে সেভাবেই কাজটি করেছি। চরিত্রটি তুলে আনতে পেরেছি। দর্শক পছন্দ করছেন।’
বর্তমানে বাংলাদেশের অনেক শিল্পী কলকাতায় কাজ করছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘ছোটবেলা থেকেই দেখছি দুই বাংলার শিল্পীরা ওপার বাংলা, ওপার বাংলা মিলে কাজ করছেন। ধারাটা এখনো অব্যাহত আছে। বিশেষ করে ওটিটির কারণে এখন মনে হয় কাঁটাতারের বেড়াটা উঠে গেছে। ওপার বাংলার শিল্পী ও দর্শক চান এপার বাংলার কাজ দেখতে।’
তাহলে কি মিথিলাকে ওপার বাংলার আরো সিনেমায় দেখা যাবে? মিথিলা এই প্রশ্নের উত্তর দিয়েছেন রয়েসয়ে। বলেছেন, ‘সবাই জানে এটি আমার মূল পেশা নয়। আমার পূর্ণকালীন একটা পেশা আছে। অভিনয় আমি ভালোবাসার জায়গা থেকে করি। সে ক্ষেত্রে ভালো কাজের সুযোগ হলে, ভালো গল্প, চরিত্র এবং সেটি মন থেকে করার ইচ্ছা হলে করি।’
মিথিলার সঙ্গে কথোপকথনে সৃজিত মুখার্জির প্রসঙ্গ অবধারিতভাবেই এসে পড়ে। এই সাক্ষাৎকারে সৃজিতের সঙ্গে সিনেমা করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটি তো পরিচালক সিদ্ধান্ত নেন, আর্টিস্ট সিদ্ধান্ত নেন না যে কোন ছবিতে কে থাকবে। এ কারণে প্রশ্নটি আমার কাছে বোকা বোকা লাগে।’
সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘অভাগীর স্বর্গ’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটির প্রচারে মিথিলা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।