‘জাভির মতো অন্য কেউ বার্সেলোনাকে এত ভালো বুঝবে না’

ফুটবলের পাঠ নেওয়া এখানেই। শৈশব-কৈশোর পেরিয়ে ফুটবল পায়ে নিজেকে চিনিয়েছেন বার্সেলোনার জার্সিতে। ১৭ বছরের লম্বা পথচলার পর আবার সেই দলের ডাগআউটে ফেরা জাভি এর্নান্দেসের জন্য ছিল বিশেষ কিছুই।

 কিন্তু কোচিং ক্যারিয়ারে বার্সেলোনায় সেভাবে আলো ছড়াতে পারেননি।

তবে তাঁর মতো অন্য কেউ বার্সেলোনাকে এত ভালো বুঝবেও না বলে মনে করছেন সাবেক বার্সেলোনা তারকা ইভান রাকিতিচ।

চলতি মৌসুম শেষেই বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন জাভি। দায়িত্ব ছাড়ার ঘোষণার পর থেকে মাঠের ফুটবলে আরো উজ্জীবীত নৈপুণ্য দেখিয়েছে কাতালানরা। তাতে সমর্থকরা জাভিকে এই ক্লাবেই থেকে যেতে বলছেন।

জাভি অবশ্য নিজের সিদ্ধান্তে আছেন অটল। যা কিছু হয়ে যাক না কেন সিদ্ধান্ত বদলাবেন না তিনি।

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচ। প্রথম মৌসুমে লিওনেল মেসি, জাভি এর্নান্দেসের সঙ্গে দলের হয়ে জিতেছিলেন ট্রেবল শিরোপা।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল শাবাবে খেলা এই মিডফিল্ডার বার্সেলোনার কোচ হিসেবে জাভিকেই চান, ‘অবশ্য এটা তার সিদ্ধান্ত; কিন্তু সাধারণত অন্য কেউ তার চেয়ে বার্সাকে ভালো বুঝবে না। খুব কঠিন মুহূর্তে সে দলের হাল ধরে অনেক পরিবর্তন এনেছে। যেটা অনেকেই পারত না; কিন্তু সে পেরেছে।’

LEAVE A REPLY