সিডনিতে শপিংমলে গুলি-ছুরিকাঘাতে নিহত ৫

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার স্থানীয় বিকাল ৩টার পর এ ঘটনা ঘটে। খবর বিবিসি। 
 
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার অ্যান্থনি কুক বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

এর আগে নিউ সাউথ ওয়েলস পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন থেকে স্থানীয় সময় বিকাল ৪টার (জিএমটি ০৬০০) ঠিক আগে দিয়ে পুলিশের জরুরি সেবা নম্বর ফোন করে সাহায্য চাওয়া হয়।

নিউজ ডটকম ডট এইউ এর খবরে বলা হয়েছে, ওই শপিংমল থেকে শতাধিক লোকজনকে উদ্ধার করা হয়েছে।তবে এখনও কিছু মানুষ সেখানে আটকা পড়ে আছে বলে জানিয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম এবিসি।

দুই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা গুলির শব্দ পেয়েছেন।

LEAVE A REPLY