মুম্বাই ছেড়ে কোথায় যাচ্ছেন রোহিত

ফাইল ছবি

গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই চলছে, এই মৌসুম শেষে আর মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে থাকছেন না রোহিত শর্মা! কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাই ইন্ডিয়ানসের ড্রেসিংরুমেও নাকি রোহিত এমন আভাসই দিয়ে রেখেছেন।

মুম্বাইয়ে রোহিতের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা শুরু হয় অবশ্য আইপিএলের এবারের মৌসুম মাঠে গড়ানোর আগেই। বিশেষ করে রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়কত্ব হার্দিক পাণ্ডের হাতে দেওয়ার পর থেকে। এখন আলোচনা চলছে রোহিতের ঠিকানা হবে কোন ফ্র্যাঞ্চাইজি।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, চেন্নাই সুপার কিংসে যাবেন রোহিত।

এক পডকাস্টের আলোচনায় ভন বলছিলেন, ‘সে (রোহিত) কি চেন্নাইয়ে যাবে? ধোনির জায়গাটা সে নিবে? এই বছর গায়কোয়াড় করছে (চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়), এটা হয়তো আগামী বছর রোহিত (দায়িত্ব) নেওয়ার আগ পর্যন্ত কাজ চালানোর জন্য। আমি তাকে চেন্নাইয়েই দেখছি।’

পাণ্ডেকে দায়িত্ব দেওয়া নিয়েও নিজের মতামত জানিয়েছেন ভন, ‘তাকে (পাণ্ডে) মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

কে এই প্রস্তাবে না বলবে? ভারতের প্রত্যেকটা ক্রিকেটার যে স্বপ্ন দেখে, সে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। আমার ধারণা, ওরা (ফ্র্যাঞ্চাইজি কতৃপক্ষ) ব্যাপারটা ঠিকভাবে বলতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে রোহিতকেই অধিনায়ক রেখে দিতাম। সবচেয়ে ভালো হতো যদি আগামী বছর বা দুই বছরের জন্য হার্দিকের কথা মাথায় রেখে রোহিতকেই অধিনায়ক রেখে দিত তারা।

LEAVE A REPLY