নতুন অ্যালবামের প্রচারে বিশ্ব ভ্রমণ করবেন শাকিরা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভালের প্রথম দিনের চমক ছিলেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আর সেখানেই এসেছে কলম্বিয়ান এই সংগীতশিল্পীর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা।

শুক্রবার সন্ধ্যায় উৎসবের প্রথম দিনের আসরে লাল-কমলা পোশাকে মঞ্চে আসেন শাকিরা। আধা ঘণ্টার পরিবেশনায় কয়েকটি হিট গান শোনানোর পর তার ওই ঘোষণা আসে। 

শাকিরা জানান, চলতি বছরের শেষ দিকে শুরু হবে তার সফর। মূল উদ্দেশ্য নতুন অ্যালবাম ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ (নারীরা এখন আর কাঁদে না) এর প্রচার। পাঁচ বছরের মধ্যে এটাই হবে তার প্রথম ট্যুর।

সারা বিশ্বের মানুষ এই সংগীত উৎসবের জন্য অপেক্ষা করে। আগে থেকেই ঘোষণা ছিল, প্রথম স্পপ্তাহে এবার পারফর্ম করবেন পেসো পুলমা, লিল উজি ভার্ট, টিনাশে, সাব্রিনা কার্পেন্টার, ইয়ং মিকো, ফ্লোর বেঙ্গুইগুই সহ আরও অনেকে। আর ঘোষণা ছিল, কনসার্টের প্রথম সপ্তাহেই একটি চমক থাকবে, যা শ্রোতাদের আনন্দ দ্বিগুণ করে তুলবে।

পেসো পুলমার গান দিয়েই শুরু হয় কনসার্ট,  তারপর পারফর্ম করেন লিল উজি ভার্ট। তারপর কিছুক্ষণের জন্য কোচেলাকে স্তব্ধ করে দেয় শাকিরার হঠাৎ উপস্থিতি।

মঞ্চে উঠে কনসার্টে উপস্থিত দর্শকের উদ্দেশ্যে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় শাকিরা বলেন, “অবশেষে আমরা সফরে যাচ্ছি– নভেম্বরে এখান থেকে শুরু করছি!”

তার ঘোষণায় চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। শাকিরা বলেন, “এখানেই শুরু, এই নভেম্বরে, এই শহরে! আর অপেক্ষা করতে পারছি না!”

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল।

LEAVE A REPLY