সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী মে মাসের ২ তারিখ (বৃহস্পতিবার) বসবে। ওই দিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।
আজ সোমবার (১৫ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে। এরপর আগামী জুন মাসে সংসদের বাজেট অধিবেশন বসবে। গত ৩০ জানুয়ারি চলতি সংসদের প্রথম অধিবেশন বসে যা ৫ মার্চ পর্যন্ত চলে।