‘আমার খেলোয়াড়রা চাপ নিতে পছন্দ করে’

সংগৃহীত ছবি

গত সপ্তাহেও পয়েন্ট তালিকার তিনে ছিল ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলের শীর্ষে ওঠার পথ নিজেদের হাতে ছিল না। কিন্তু লিভারপুল ও আর্সেনাল এ সপ্তাহে হেরে বসায় আর সিটি নিজেদের ম্যাচ জেতায় ছয় রাউন্ড বাকি থাকতেই শীর্ষস্থান ফিরে পেয়েছে সিটিজেনরা। এগিয়ে গেছে দুই পয়েন্টে।

চাপের মুখেও সিটির ফুটবলাররা হতাশ করেনি। বরং চাপকে জয় করে এখন লিগ শিরোপার স্বপ্নের পথ মসৃণ করেছে। 

সিটিজেন কোচ পেপ গার্দিওলাও বলছেন,’চাপের মুহূর্তে খেলতে তারা পছন্দ করে। যখন মৃত্যুর কাছাকাছি থাকে কিংবা বাঁচতে হবে তখন লড়াই করতে পছন্দ করে।

মৌসুমের শুরুটা দারুণ হলেও চোটের কারণে নিয়মিত একাদশের কয়েকজনকে কিছুদিন না পাওয়ায় মাঝে পথ হারিয়েছিল সিটি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য লড়ছে ইংলিশ ক্লাবটি। লিভারপুল ও আর্সেনাল হারের পর সিটি এখন শীর্ষে ফেরায় স্বস্তি বইছে ক্লাবটিতে। 

তবে লিগের শেষ পর্যন্ত যে লড়াই চালিয়ে যেতে হবে সেটাও মানছেন গার্দিওলা,’এর মানে এই নয় যে, আমরা সবসময় এরকম করব।

কিন্তু আমি নিশ্চিত শেষ পর্যন্ত আমরা লড়াইয়ে থাকব কারণ খেলোয়াড়দের আমি জানি। মিটিংয়ে তাদের দেখেছি যে কতটা প্রস্তুত ছিল তারা। এর মানে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি? না, না। আমি সেটা বলছি না। কিন্তু আমরা লড়াই করব এটা নিশ্চিত।


LEAVE A REPLY