ফাইল ছবি
তালেবান শাসনামলে নারীদের মানবাধিকারের অবনতির কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে একের পর এক সিরিজ বাতিল করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এনিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান।
রাশিদ বলেন, ‘আপনি সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাইবেন, সেখানেই আপনার ক্রিকেটের উন্নতি হবে। তাদের বিপক্ষে খেলার সুযোগ শুধু বিশ্বকাপেই আসে, দ্বিপক্ষীয় সিরিজে আসে না।
‘
এর আগেও একই কারণ দেখিয়ে ২০২১ সালে ও ২০২৩ সালে সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। অথচ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বিগব্যাশে আফগানিস্তানের ক্রিকেটাররা পছন্দের শীর্ষে থাকেন। সেখানে নিয়মিত খেলেন রাশিদ, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানরা।
রাশিদ বিগব্যাশ নিয়ে প্রশ্ন তুলেছেন।
ড্রাফটে নাম দিলেও সেখানে তার খেলা অনিশ্চিত, ‘মনের মধ্যে অনেক কিছুই আসছে। যদি আমার দলের বিপক্ষে খেলতে না চান, তাহলে কেন চান যে আমি আপনাদের দেশে খেলি? তাহলে তো আমার আপনাদের দেশে প্রবেশের এবং ক্রিকেট খেলার অনুমতি নেই। আপনি আমার সতীর্থদের সঙ্গে খেলতে চান না আর আমার সঙ্গে খেলতে চান? এর মধ্যে পার্থক্য কী? এর মানে, আমি আমার সতীর্থদের অসম্মান করছি। আমার দেশেরও মর্যাদাহানি করছি।
‘