রাজকীয় বিদায়ের আশায় গুড়ে বালি!

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ ক্লাবটিতে জার্মান এই কোচের শেষটা হতে পারত রাজকীয়। সম্ভাব্য চারটি শিরোপা জেতার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছিল ক্লাবটির সামনে। এরই মধ্যে ইংলিশ লিগ কাপ জেতা লিভারপুল কয়েক সপ্তাহ আগেও ‘কোয়াড্রপল’ জেতার স্বপ্নে বিভোর ছিল।

কিন্তু সেই আশায় গুড়ে বালি! কয়েক দিনের ব্যবধানে পাল্টে গেছে চিত্র। এফএ কাপ থেকে বিদায়ের পর বাকি দুই টুর্নামেন্টেও শিরোপার স্বপ্ন ভেস্তে যাওয়ার পথে।

গত মাসে এফএ কাপে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যায় ৪-৩ ব্যবধানে। এই হারের পর প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে মনোযোগ বাড়ায় অলরেডরা।

কিন্তু সেখানেও সঙ্গী হয়েছে হতাশা। গত সপ্তাহে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে আতালান্তার কাছে হেরে গেছে ৩-০ গোলে। সেমিফাইনালে যেতে হলে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জিততে হবে অন্তত ৪-০ ব্যবধানে। অসম্ভব না হলেও যা ছন্দ হারানো লিভারপুলের কাছে কঠিনই বটে।

আতালান্তার কাছে হারের দুই দিন পরেই লিগ শিরোপা লড়াইয়ে খায় ধাক্কা। পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করে ক্লপের দল। ঘরের মাঠে হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ ব্যবধানে। তাতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে পড়েছে ২ পয়েন্টে। ছয় রাউন্ড বাকি থাকা লিগের লাগাম এখন তাই সিটির হাতে।

পেপ গার্দিওলার দল পয়েন্ট হারালে তবেই আশা খুঁজে পাবে লিভারপুল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুল শুরুতে গোল হজম করেছে ২১টি ম্যাচে। সর্বশেষ ৯ ম্যাচেই ক্লিনশিট রাখতে পারেনি ক্লপের দল। এ কারণে দলের পরিস্থিতি এমন হয়েছে মনে করেন লেফট ব্যাক আন্দ্রে রবার্তসন, ‘একই গল্প বারবার রচিত হচ্ছে, যা আমাদের শাস্তি দিচ্ছে। ক্লিনশিট রাখতে পারছি না আমরা। এটা খুব ভোগাচ্ছে।’ শুধু রক্ষণই নয়, আক্রমণভাগেও ভুগছে ক্লপের দল। শেষ ছয় ম্যাচে ১৪৯টি শট নিয়ে গোল করেছে মাত্র ৯টি। এই পরিসংখ্যানই বলে দেয়, মৌসুমের শুরুটা ভালো করা মোহামেদ সালাহ, দারউন নুনিয়েস, গোডি গাকপোরা শেষে এসে আক্রমণে ছন্দ খুঁজে পাচ্ছেন না। তাতে ক্লপের আশাও দিন দিন মলিন হচ্ছে। এএফপি

LEAVE A REPLY