৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র ছিল মুস্তাফিজুর রহমানের। তবে পরদিন অর্থাৎ ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের খেলা থাকায় ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে মুস্তাফিজকে বাড়তি একদিনের ‘ছুটি’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ ২ মে দেশে ফিরে আসতে হবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। এরপর আর মুস্তাফিজকে পাবে না চেন্নাই
এমন আলোচনার মধ্যে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসনকে স্কোয়াডে যুক্ত করেছে সিএসকে। এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন ডানহাতি এই পেসার। ধারণ করা হচ্ছে, মুস্তাফিজের অভাব পূরণের ভাবনা থেকেই গ্লিসনকে দলে টেনেছে চেন্নাই।
যদিও গ্লিসনকে সরাসরি মুস্তাফিজের পরিবর্তে আনা হয়নি।
উইকেটরক্ষক-ব্যাটার ডেভন কনওয়ে ইনজুরিতে পড়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন এই ইংলিশ পেসার।
২০২২ সালে ৩৪ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয় গ্লিসনের। ইংলিশদের হয়ে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৯টি।
জাতীয় দলের হয়ে এখনো ওয়ানডে ও টেস্ট খেলার সুযোগ হয়নি গ্লিসনের।