‘যোগ্য মনে করলে আবার ডাকবে’

মোহামেডানের জার্সিতে এবার দারুণ ছন্দে আছেন আবু হায়দার রনি। ১০ ম্যাচে ২১ উইকেটের পাশাপাশি নিচের দিকে ব্যাটিং করে দুটি ফিফটিতে ১৯৬ রান করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে খেলা এই বাঁহাতি পেসার আবার স্বপ্ন দেখেন বাংলাদেশ দলে ফেরার—

কালের কণ্ঠ স্পোর্টস : দারুণ মৌসুম কাটাচ্ছেন। প্রিমিয়ার লিগ শুরুর আগে পরিকল্পনা কী ছিল?
আবু হায়দার রনি : তেমন কোনো পরিকল্পনা ছিল না।

সব সময় চেয়েছি বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং—এই তিন বিভাগে যেন ভালো করতে পারি। সব কিছু ভালো হচ্ছে। চেষ্টা করছি আরো ভালো করার। আমি আমার প্রক্রিয়ায় আছি।

বোলিং হোক বা ব্যাটিং, আমি যেন আমার দলকে সাহায্য করতে পারি। যেভাবে হচ্ছে তাতে আমি মোটামুটি খুশি। চেষ্টা করব এটা চালিয়ে যাওয়ার।

প্রশ্ন : আপনি এখন ১০ ম্যাচে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক।

শীর্ষে থেকে শেষ করার সুযোগ আছে…
আবু হায়দার : ওভাবে আসলে ভাবিনি। সব সময় পরিকল্পনা ছিল সেরা বোলারদের সঙ্গে যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এর আগেও একবার ডিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছি।

প্রশ্ন : ব্যাটিংটাও তো ভালো হচ্ছে। দুটি ফিফটিসহ প্রায় দুই শ রান করে ফেলেছেন।

শেষ দিকে রান পাচ্ছেন। ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন?
আবু হায়দার : সব সময় চেয়েছি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ধারাবাহিক হতে। দলের চাহিদামতো ব্যাটিং করার চেষ্টা করছি। আমি খুশি যে আমার রানগুলো দলের কাজ লাগছে। দলের যখন যেভাবে প্রয়োজন সেভাবে ব্যাট করার চেষ্টা করছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

প্রশ্ন : ডিপিএলে এবার যেমন পারফরম করছেন তাতে আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নিশ্চয়ই?
আবু হায়দার : জাতীয় দলে খেলার স্বপ্ন তো সবাই দেখে। আমিও ব্যতিক্রম নই। সব সময় লক্ষ্য থাকে আবার জাতীয় দলের হয়ে খেলব। ঘরোয়াতে ভালো হচ্ছে, এটা যেন আমি দেশের হয়ে করতে পারি। স্বপ্ন দেখা বন্ধ হলে আর ক্রিকেট খেলব না। যত দিন খেলব, এই স্বপ্ন অবশ্যই থাকবে। জাতীয় দলে খেলব লেখা থাকলে আজ বা কাল অবশ্যই খেলব। তবে ফেরার ব্যাপার তো আমার হাতে নেই। আমি যেটা পারি, পারফরম করতে। আমি সেটা চেষ্টা করে যাব। এরপর উনারা (নির্বাচক) আছেন। আমাকে যোগ্য মনে করলে আবার ডাকবেন। তত দিন আমি ঘরোয়া ক্রিকেটে পারফরম করার চেষ্টা করে যাব।

প্রশ্ন : নতুন নির্বাচক প্যানেল এসেছে। আপনার পারফরম্যান্সও বেশ উজ্জ্বল। কারো সঙ্গে আপনার কথা হয়েছে?
আবু হায়দার : সত্যি বলতে এখনো তাঁদের কারো সঙ্গে আমার কথা হয়নি।

LEAVE A REPLY