মেহজাবিন চৌধুরী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে কিছুদিন হলো নাটকে নেই তিনি। কাজ করছেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মের জন্য। মাঝে অবশ্য বিরতি ভেঙে দিয়েছিলেন সিনেমার খবর।
এবার আরও একটা সিনেমায় অভিনয়ের খবর জানা গেলো। আগামীকাল এই অভিনেত্রীর জন্মদিন। তাই আগামীকালই জানাবেন বিস্তারিত।
তবে জানা গেছে, তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্তের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।
সিনেমারিট নাম ‘প্রিয় মালতী’। নারীপ্রধান গল্পের এই সিনেমার নাম ‘প্রিয় মালতী’ । নাম দেখে অনুমান করা যায়, ছবিটির প্রধান চরিত্র মালতীতে অভিনয় করবেন এই অভিনেত্রী। এ সিনেমাতে মেহজাবীনের বিপরীতে কোনো নায়ক নেই।
তিনিই মুখ্য চরিত্র।
সিনেমাটি প্রযোজনা করছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর আগে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় জন্য একটি সিনেমার শুট শেষ করেছন। মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন মেহজাবীন।
সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।