জনি ডেপ
ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টা সামলে অবশেষে নিজের কাজে মন দিয়েছেন হলিউডের আইকনিক অভিনেতা জনি ডেপ। বর্ণাঢ্য অভিনয়জীবনে অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেতা। তবে এবার নতুন আঙ্গিকে ক্যামেরার পেছনেই নিজেকে জাহির করতে যাচ্ছেন তিনি। বিগত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন।
জনপ্রিয় এই অভিনেতা ইতালীয় শিল্পী অ্যামেডিও মোদিগ্লিয়ানির ওপর একটি বায়োপিক পরিচালনা করছেন, যার নাম ‘অ্যামেডিও মোদিগ্লিয়ানি’ (মোদি)।
প্রায় ২৫ বছর পরে পরিচালকের আসনে নিজেকে ফিরে পেয়ে খুশি জনি ডেপ। কিন্তু খুশি নন ভক্তরা। তারা তাদের প্রিয় তারকাকে পর্দার পেছনে নয়, সামনে চান।
জনি যদি অভিনয়ে না ফেরেন, তাহলে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অথবা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডস’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে জনি ডেপের পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দর্শক কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যায়, জনিকে উদ্দেশ্য করে ভক্তদের আকুতি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে জনি ডেপকেই চান তাঁর বিশ্বব্যাপী অনুরাগীরা।
এদিকে নিজের পরিচালিত চলচ্চিত্র ‘মোদি’ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন জনি ডেপ।
ইতালির চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে এই সিনেমা। বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে। এতে অভিনয় করছেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাকে। আল পাচিনো ছাড়াও সিনেমাটিতে থাকছেন রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে।
ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে এটি। গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হবে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন, যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।
‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরেছেন জনি ডেপ। সিনেমাটির শুটিং হয়েছে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রডাকশন কম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ‘মোদি’র প্রযোজনার দায়িত্বে থাকছে।