পরিবেশবান্ধব হলো আরো এক পোশাক কারখানা

সংগৃহীত ছবি

দেশের তৈরি পোশাক শিল্পে আরো একটি পরিবেশবান্ধব (গ্রিন) কারখানা যোগ হলো। নতুন ‘গ্রিন’ সনদ পাওয়া কারখানাটির নাম ফ্যাশন মার্কেট। এটি গাজীপুরের শ্রীপুরের গড়গড়াতে অবস্থিত। সনদের লেভেল প্লাটিনাম, প্রাপ্ত পয়েন্ট ৮১।

ফ্যাশন মার্কেটের সনদ পাওয়ার মধ্য দিয়ে দেশে মোট গ্রিন বা পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়াল ২১৫। এর মধ্যে প্লাটিনাম ৮১টি, গোল্ড ১২০টি, সিলভার ১০টি এবং সার্টিফায়েড চারটি।

তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের পোশাকশিল্প এখন স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানি হ্রাস এবং দক্ষতার ক্রমবর্ধমান সমস্যাগুলো মোকাবেলা করে বিশ্বব্যাপী তৈরি পোশাকের বাজারের ভিত্তি শক্ত করছে। তারই ধারাবাহিকতায় নতুন এ কারখানা পেয়েছে ‘গ্রিন’ সনদ।

বাংলাদেশ ২০১১ সাল থেকে পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানার সনদ পাওয়া শুরু করে। কিন্তু রানা প্লাজা ধসের পর থেকে কারখানার জন্য পরিবেশবান্ধব হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উদ্যোক্তারা কারখানাকে পরিবেশবান্ধব করার তাগিদ দেন। ২০১৩ সাল পর্যন্ত যেখানে দুটি থেকে তিনটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব বা গ্রিন সনদ পায়, পরের বছর থেকে ১১ থেকে ৩০টা পর্যন্ত সনদ আসে।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ৯টি কারখানা গ্রিন সনদ অর্জন করল।

দেশে পরিবেশবান্ধব কারখানার সনদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থাও টেকসই হচ্ছে বলে জানাচ্ছেন এ খাতের ব্যবসায়ীরা।

LEAVE A REPLY