জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার পোলিশ নাগরিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে সম্ভাব্য হত্যাচেষ্টা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। 

পোল্যান্ডের কৌঁসুলিরা জানান, পাওয়েল কে নামের ওই ব্যক্তিকে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগসাজশ করে জেলেনস্কির ওপর সম্ভাব্য হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বের একটি বিমানবন্দরের তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। বিদেশ ভ্রমণের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই পোলিশ বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন।

২০২২ সালের ডিসেম্বরে ওয়াশিংটন সফর থেকে ফেরার পথে ওই বিমানবন্দরে নেমেছিলেন জেলেনস্কি। যুদ্ধের কারণে ইউক্রেনের আকাশপথে প্রায় সব বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। এ জন্য দেশটির নেতাদের বিদেশ সফরে যেতে পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। পোলিশ কৌঁসুলিরা জানান, ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে পাওয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

পাওয়েল কোনো তথ্য রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে পাচার করেছেন কি না তা অবশ্য স্পষ্ট করেননি তাঁরা। আদালতে দোষী প্রমাণিত হলে পাওয়েলের সর্বোচ্চ আট বছরের জেল হতে পারে।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক সেনাদের সঙ্গে গতকাল শুক্রবার দেখা করেছেন জেলেনস্কি। গত কয়েক মাসে ওই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘আজ (শুক্রবার) দোনেৎস্ক অঞ্চলে গিয়েছি। সেনাদের সঙ্গে কথা বলেছি এবং লড়াইয়ে অবদান রাখায় তাঁদের হাতে সম্মানজনক পুরস্কার তুলে দিয়েছি। আমাদের দেশ তাঁদের জন্য গর্বিত।’

বিমান হামলায় নিহত ৯ 

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

গতকাল শুক্রবার ইউক্রেনের সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, রাতের বেলায় দনিপ্রোপেট্রোভস্ক এলাকায় রুশ বোমারু বিমানের হামলায় শিশুসহ ৯ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।

বোমারু বিমান ধ্বংসের দাবি কিয়েভের 

প্রথমবারের মতো রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, প্রথমবারের মতো তু-২২এম৩ বোমারু বিমান বিধ্বস্ত করা হয়েছে। বিমানটি বোমা হামলা চালিয়ে নিজেদের ঘাঁটিতে ফিরে যাচ্ছিল। অন্যদিকে মস্কোর দাবি, অভিযান শেষে ঘাঁটিতে ফেরার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশের দক্ষিণাঞ্চলে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা চারজনের মধ্যে একজন ক্রু নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন।

ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত রুশ বোমারু বিমান ভূপাতিত করার দাবি সত্য হলে তা কিয়েভের জন্য বড় সাফল্য হবে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে অসংখ্যবার বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর আগে কার্যত পাল্টা পদক্ষেপ নিতে পারেনি কিয়েভ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইউক্রেন, ইসরায়েলের জন্য বড় অঙ্কের একটি তহবিল নিয়ে ভোটাভুটি করার প্রস্তুতি নিচ্ছে। 

সূত্র : বিবিসি, এএফপি

LEAVE A REPLY