বিশ্বকাপ দলে ফিরছেন না সুনিল নারাইন। সংগৃহীত ছবি
কয়দিন আগে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলই জানিয়েছিলেন, তাঁরা সুনিল নারাইনকে অবসর ভেঙে ফেরানোর চেষ্টা করছেন। এরপরই আগামী জুন থেকে শুরু হওয়া কুড়ি ওভারের বিশ্বকাপ দলে নারাইনের খেলার একটা আলোচনা শোনা যাচ্ছিল।
যদিও নারাইন নিজেই এই আলোচনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ দলে তাঁর ফেরার কোনো ধরনের সম্ভাবনা নেই।
কলকাতা নাইট রাইডার্সের এক বিবৃতিতে নারাইন জানিয়েছেন, ‘আমার সাম্প্রতিক পারফরম্যান্সের পর অনেক মানুষ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তাতে আমি সম্মানিত বোধ করছি। তবে আমি আমার সিদ্ধান্ত (অবসর) ভালোভাবে মেনে নিয়েছি এবং সেই ইচ্ছাকে আমি হতাশ করব না। সেই দরজা এখন বন্ধ (আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার)।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী জুনে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) যারাই খেলবে, তাদের প্রতি আমার সমর্থন থাকবে। যে ছেলেরা গত কয়েক মাস ধরে পরিশ্রম করছে, তারা আমাদের অসাধারণ সমর্থকদের জন্য আরেকটি শিরোপা জেতার সামর্থ্য রাখে ।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৯ সালে ভারতের বিপক্ষে নিজের শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন নারাইন। গত বছর অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন।
এই মৌসুমে কলকাতার হয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের দেখা মিলছে তাঁর কাছ থেকে। ব্যাট হাতে এখন পর্যন্ত ১৭৬.৫৪ স্ট্রাইক রেটে ২৮৬ রান করেছেন, বল হাতেও নারাইনের শিকার ৯ উইকেট।