চেলসিকে পাঁচ গোলে উড়িয়ে গর্বের শেষ নেই আর্সেনাল কোচের

সংগৃহীত ছবি

চেলসিকে পেয়ে গোল উৎসবে মেতে ওঠে আর্সেনাল। গত রাতে গানাররা জিতেছে ৫-০ ব্যবধানে। কাই হাভার্টজ ও বেন হোয়াইট করেছেন জোড়া গোল। অন্য গোল লেয়ান্দ্রো ত্রোসার্দের।

দলের এমন নৈপুণ্যে অনেক গর্ব হচ্ছে কোচ মিকেল আরতেতার।

এই জয়ে দুই ও তিনে থাকা লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ওপর চাপ বাড়াল আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আরতেতার দল। যদিও এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আর দুই ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে আছে তিনে।

শিরোপা সমীকরণ যা-ই হোক না কেন, ঘরের মাঠে এমন দাপুটে নৈপুণ্যের পর আশা দেখছেন আরতেতা। সঙ্গে বেশি বেশি গোল করা পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি, ‘আমাদের সমর্থকদের আমরা গর্বিত করেছি। বড় ম্যাচ ছিল আমাদের জন্য।

ম্যাচটি খুব ভালোভাবে শুরু করেছিলাম। কিন্তু সব সুযোগ কাজে লাগাতে পারিনি।’

LEAVE A REPLY