আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

হারের হতাশা। ছবি : এএফপি

মার্সি সাইড ডার্বিতে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে লিভারপুর। গুডিসন পার্কে গত রাতে ২-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। এভার্টনের মাঠে ১৪ বছর পর যে হার অলরেডদের।

এমন হারের পর লিভারপুলে বাকি সময়টায় আর খুব বেশি পাওয়ার কিছু নেই ইয়ুর্গেন ক্লপের।

এরই মধ্যে তারা ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে। নেই এফএ কাপেও। লিগ টেবিলে আর্সেনালের চেয়ে এখন পরিস্কার ৩ পয়েন্ট পিছিয়ে অলরেডরা। গোলব্যবধানেও অনেক এগিয়ে গানাররা।

তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে মাত্র তারা ১ পয়েন্টে। সিটি আবার ২ ম্যাচ কম খেলেছে লিভারপুল, আর্সেনালের চেয়ে। অর্থাৎ নিজেদের ম্যাচগুলো জিতে্ই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলতে পারে পেপ গার্দিওলার দল।

এভার্টনের কাছে হারের পর ক্লপ তাই হতাশা নিয়েই বলেছেন, ‘আর্সেনাল, সিটিতে কোন সংকট দেখা দিলে আর আমরা আমাদের খেলাগুলো জিততে পারলেই এখন কেবল সম্ভব।

’ ওদিকে ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে পিছিয়ে পড়ার হ্যারি ম্যাগুয়ার সমতা ফিরিয়েছিলেন। বিরতির আগে আবার ২-১ এ পিছিয়ে পড়ে এরিক টেনহাগের দল। এরপরই ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল পথ দেখায় রেড ডেভিলদের। রাসমুস হলুন্দ করেছেন এরপর জয়সূচক গোলটি।

LEAVE A REPLY