ফাইল ছবি
গত মৌসুমে আলোঝলমলে নৈপুণ্য দেখিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন আর্লিং হালান্ড। এবার সেরার মুকুট ধরে রাখার সম্ভাবনা নেই ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের। ক্লাব বদল করে বায়ার্ন মিউনিখের জার্সিতে গোলের পসরা বসিয়েছেন হ্যারি কেইন। প্রথমবার এই পুরস্কার জেতার পথে পরিষ্কার ফেভারিট ইংলিশ ফরোয়ার্ডই।
সব কিছু ঠিক থাকলে তিনিই জিততে চলেছেন পুরস্কারটি। অন্যদের সঙ্গে তাঁর ব্যবধানটা দেখে নেওয়া যাক একনজরে—
হ্যারি কেইন : ৩৩ গোল, ৬৬ পয়েন্ট
তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন হ্যারি কেইন। কিন্তু কখনোই ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা হয়নি তাঁর। এবার বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়ে আছেন দারুণ ছন্দে।
বুন্দেসলিগায় ৩০ ম্যাচে ৩৩ গোল করে অপেক্ষা ঘুচানোর পথেই আছেন ইংলিশ এই ফুটবলার। লিগে এখনো বাকি চার ম্যাচ। গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে কেইনের সামনে।
কিলিয়ান এমবাপ্পে : ২৬ গোল, ৫২ পয়েন্ট
মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে।
তবে পিএসজি ছাড়ার সিদ্ধান্তের পর থেকেই সেই উদ্যমী এমবাপ্পেকে দেখা যাচ্ছে না। তাঁকে ছাড়াই খেলার অভ্যাস করছে পিএসজিও। লিগ ম্যাচে অনিয়মিত হওয়ায় কমেছে তাঁর গোলসংখ্যা। এর পরও আছেন সেরার লড়াইয়ে। গতকাল রাতে জোড়া গোল করে উঠে এসেছেন তালিকায় দ্বিতীয় স্থানে।
লিগে বাকি আছে আরো চার ম্যাচ।
সেরহাউ গুইরাসি : ২৫ গোল, ৫০ পয়েন্ট
গিনির এই ফরোয়ার্ড গত মৌসুমে নিজের ছায়া হয়ে থাকলেও এবার তাঁর পায়ে মিলেছে গোল। বুন্দেসলিগায় প্রতিপক্ষের রক্ষণে ছড়িয়েছেন ভীতি। ২৪ ম্যাচে ২৫ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন। এতে তাঁর দল স্টুটগার্টও তিন নম্বর পজিশন ধরে রেখেছে। হ্যারি কেইনের মতো তিনিও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন আরো চার ম্যাচে।
লাউতারো মার্তিনেস : ২৩ গোল, ৪৬ পয়েন্ট
ইন্টার মিলানের জার্সিতে সেরা সময় কাটাচ্ছেন মার্তিনেস। দলকে ২০তম লিগ শিরোপা জেতাতে রেখেছেন দারুণ অবদান। এবার ২৯ ম্যাচে করেছেন ২৩ গোল। শুরুর দিকে নিয়মিত গোল পেলেও সর্বশেষ ছয় ম্যাচে কোনো গোল করতে পারেননি। এতেই পিছিয়ে পড়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও আরো পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
লুইস ওপেন্দা : ২৩ গোল, ৪৬ পয়েন্ট
বুন্দেসলিগার শিরোপা জিততে না পারলেও সেরা চারে আছে আরবি লিপজিগ। দলটির এমন পথচলার পেছনে বড় অবদান রেখেছেন লুইস ওপেন্দা। হ্যারি কেইন, গুইরাসির সঙ্গে পাল্লা দিয়ে ৩০ ম্যাচ খেলে লিগে করেছেন ২৩ গোল। সেরা পাঁচে থেকে শেষ করতে পারেন কি না, সেটাই এখন দেখার।