ইরাকে টিকটক তারকাকে গুলি করে হত্যা

গুফরান সাওয়াদি ওরফে ওম ফাহাদ।

দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন ইরাকের সোশ্যাল মিডিয়া ও টিকটক তারকা গুফরান সাওয়াদি ওরফে ওম ফাহাদ। গত শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় জায়ুনা এলাকায় নিজের বাড়ির বাইরে গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আরো একজন নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক নারী অজ্ঞাত হামলাকারীদের হাতে মারা গেছেন।

তার মৃত্যুর ঘটনা তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক বন্দুকধারী মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা সাওয়াদিকে গুলি করে হত্যা করে। বাগদাদ পুলিশের একটি সূত্র সিএনএনকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

সাওয়াদি টিকটকে জনপ্রিয় ছিলেন।

তিনি কিছুটা আঁটসাঁট পোশাকে বিভিন্ন পপসংগীতে নিজের নাচের ভিডিও শেয়ার করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফলোয়ার ছিল। গত বছর তার শেয়ার করা একটি ভিডিওতে ‘জনসাধারণের শালীনতা ও নৈতিকতা’ লঙ্ঘন হয়েছে- এমন অভিযোগ তুলে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ইরাকের বিচার বিভাগ। 

LEAVE A REPLY