যুব ফুটবলার খেলানো বাধ্যতামূলক, লিগে এসেছে আরো পরিবর্তন

এবিজি বসুন্ধরা প্রিমিয়ার ফুটবল লিগের লোগো।

চলতি মৌসুম প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ছয়জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করলেও একটি ম্যাচে খেলাতে পেরেছে চারজনকে। এই নিয়মে অবশ্য পরিবর্তন এনেছে পেশাদার লিগ কমিটি। আসছে ২০২৪-২৫ মৌসুম থেকে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের সংখ্যা অপরিবর্তিত থাকলেও ম্যাচের স্কোয়াডে পাঁচজনকে রাখতে পারবে। তবে একাদশে খেলতে পারবেন চার বিদেশি।

বাকি একজনেরও খেলার সুযোগ থাকছে সে ক্ষেত্রে বিদেশি খেলোয়াড় তুলে আরেকজন বিদেশিকে নামাতে পারবে ক্লাবগুলো। সব মিলিয়ে মৌসুমের জন্য ৩৬ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন।

আজ বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির সভা শেষে এসব জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এই সভায় আগামী মৌসুমের ভেন্যুর বিষয়ও চূড়ান্ত হয়েছে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ যে পাঁচ ভেন্যুতে হচ্ছে সেগুলোতেই হবে ২০২৪-২৫ মৌসুমের খেলাগুলো। তবে যদি কোনো ক্লাব নির্ধারিত সময়ের মধ্যে অন্য ভেন্যু নিতে চায় তা বিবেচনায় নেওয়া হব।

আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতিটা ক্লাবকে ১৬-১৮ বছরের দুজন ফুটবলারকে স্কোয়াডে রাখতে হবে এবং একজনকে অবশ্যই শুরুর একাদশে খেলাতে হবে। জাতীয় দলের পাইপলাইন মজবুত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমরুল হাসান বলেছেন, ‘এটি বাংলাদেশের ফুটবলে একেবারে নতুন নয়। এর আগেও ছিল। একাদশে রাখা অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়কে এক মিনিট না ৯০ মিনিট খেলাবে সেটা ওই দলের কোচ ও টিম ম্যানেজম্যান্টের বিষয়।’

এ মৌসুমে ফেডারেশন কাপের ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম ও মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী মৌসুমে ভেন্যুর সংখ্যা বাড়ছে আরো একটি।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামেও হবে এই টুর্নামেন্টের ম্যাচ।

LEAVE A REPLY