কিং কাপে রোনালদোর জোড়া গোল

ক্রিস্তিয়ানো রোনালদো।

একটা সময় ছিল চ্যা্ম্পিয়ন্স লিগের রাতগুলো ছিল তাঁর। সৌদি আরবে গিয়ে কি সেই মঙ্গল, বুধবারের রাতগুলো মিস করেন ক্রিস্তিয়ানো রোনালদো! অন্য মঞ্চে হলেও সে রাতে গোল করার ক্ষুধাটা কিন্তু কমেনি পর্তুগীজ তারকার। এদিন সিগনাল ইদুনা পার্কে যখন বরুশিয়া ডর্টমুন্ড-প্যারিস সেন্ত জার্মেইয়ের দুর্দান্ত লড়াই চলছে, সেই সৌদি আরবের কিং কাপে তখন একই আবহ হয়তো পাননি তিনি, তবে জোড়া গোলে ঠিকই দলের জয়ে অবদান রেখেছেন। আল নাসরকে তুলে নিয়েছেন আসরের ফাইনালে।

কিং কাপের সেমিফাইনালে আল খালিজের বিপক্ষে এদিন ৩-১ গোলের জয় আল নাসরের। প্রথম ও শেষ গোলটি রোনালদোর, পেনাল্টি থেকে সাদিও মানে করেছেন অন্য গোলটি। রোনালদো সেই সুযোগ নিলে হ্যাটট্রিকও হতে পারত তাঁর। তবে আল নাসরের জার্সিতে আগে দুই ম্যাচে গোল পাননি, এদিন জোড়া গোলেই সন্তুষ্ট থেকেছেন তিনি।

প্রথম গোলটি আল খালিজ গোলরক্ষকের ভুল পাসে বল পায়ের দারুণ এক ভলিতে। পরেরটিতে ডান দিক থেকে ক্রস পেয়ে আলতো টোকায়। 

৩৯ বছর বয়সেই জাল খুঁজে ভুল হয় না তাঁর। নাই বা হলো সেটি ইউরোপের সেরা ফুটবল আসরে।

সৌদি আরবে রোনালদো করে চলেছেন তাঁর নিজের কাজটাই। গোলডটকম

LEAVE A REPLY