ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এবার লোকসভা নির্বাচনে সারা দেশে ১৫ আসনও পাবে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। এ ছাড়া আরেক রাজনৈতিক দল কংগ্রেস ৫০ আসনও পেরোতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। ‘মহুয়াগড়’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারণায় গতকাল শুক্রবার তৃণমূল ও কংগ্রেসকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করেন মোদি। লোকসভা নির্বাচনে প্রচারে পশ্চিমবঙ্গে গেছেন মোদি।
এক দিনে তিনটি জনসভা রয়েছে তাঁর। বর্ধমানে জনসভা শেষ করে গতকাল তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর আসন কৃষ্ণনগরে পৌঁছেন মোদি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মাল সাহার সমর্থনে প্রচারণা চালান তিনি। কৃষ্ণনগরে জনসভায় মোদি বলেন, এই নির্বাচন দেশের নির্বাচন।
দেশের সরকার গড়ার নির্বাচন। ফলে এখানে কাকে সরকারে বসাতে হবে, তা আপনাদের ঠিক করতে হবে। এরপর তৃণমূলকে খোঁচা দিয়ে মোদি বলেন, তৃণমূল পুরো দেশে ১৫ আসনও জিতবে না। এরপর তিনি বলেন, কংগ্রেসও সারা দেশে যত শক্তি দেখাক, হাফসেঞ্চুরি করতে পারবে না।
৫০ আসনও যে পাচ্ছে না সে দল সরকার তৈরি করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন মোদি। এরপর বামেদের নিশানায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এবার আসুন বাম মোর্চায়, একটা সময় এখানে যাদের সূর্য নিভত না, তাদের আর এখানে দেখা যাচ্ছে না। তাহলে তারা কি সরকার তৈরি করতে পারবে? এই নির্বাচনে এটা স্পষ্ট যে যদি কেউ সরকার তৈরি করতে পারে, তবে সেটা বিজেপি ও এনডিএ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন