সংগৃহীত ছবি
সাদা বলে এখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ম্যাচ খেলেননি শামার জোসেফ। ক্যারিয়ারে সাকুল্যে টি-টোয়েন্টি খেলেছেন মোটেতিনটি। এই তিন ম্যাচে কোনো উইকেট নেই তাঁর ঝুলিতে। ২৪ বছর বয়সী এই পেসারকে নিয়ে দল ঘোষণা করেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
রঙিন পোশাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব না করলেও অস্ট্রেলিয়া সফরের টেস্ট অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন শামার জোসেফ।
টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা শামার জোসেফের সঙ্গে ডাক পেয়েছেন শিমরান হেটমায়ারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি এই ব্যাটার। তবে চলতি আইপিএলে রাজস্থান রয়ালসের হয়ে ফিনিশিং দায়িত্বে ১৮৪,৪৪ গড়ে চার ম্যাচে করেছেন ৮৪ রান।
হেটমায়ার ফিরলেও বাদ পড়েছেন কাইল মায়ার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন তিনি। কিন্তু একজন বাড়তি ওপেনারের পরিবর্তে নির্বাচকরা লোয়ার অর্ডার ব্যাটার বেছে নেওয়ায় বাদ পড়েন মায়ার্স।।
তাঁর সঙ্গে বাদ পড়েছেন পেসার ওশানে থমাসও। দেশের মাটিতে আসন্ন বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রোভমান পাওয়েল।
পাওয়েলের দলের আছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, জেসন হোল্ডার , রোমারিও শেফার্ড এবং শেরফানে রাদারফোর্ডও। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গ্রুপ সিতে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। আগামী ২ জুন গায়ানায় পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
ক্রিকইনফো
দল : রোভমান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসাইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।